মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে অবরোধ সমর্থনকারীদের হামলায় দুটি ট্রাকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার সোনাদিঘি নামক জায়গায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী চাউল ভর্তি ট্রাক সোনাদিঘি মোড় পার হলে হঠাৎ করেই বেশ কিছু যুবক ট্রাকের সামনে ইট ছুড়ে আঘাত করে। এতে করে ট্রাকটির কাঁচ ভেঙে যায়। অপরদিকে সকাল ১০ টার দিকে একই স্থানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পেঁয়াজ ভর্তি ট্রাকে হামলা চালিয়ে কাঁচ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ট্রাকের চালকরা দ্রুত গাড়ী চালিয়ে পালিয়ে আসলে রক্ষা পায়।
স্থানীয়রা ধারণা করছেন অবরোধ সমর্থনকারীরা মহাসড়কে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে, তবে তাদের কেউ চিনতে পারেননি।
গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, ট্রাকে হামলার ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে দুটি ট্রাক নয়, একটি ট্রাকে ইট-পাটকেল মারার খবর আমরা জানি। ট্রাকটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ যাওয়ার পর কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।