সর্বশেষ সংবাদ :

নগরীতে যুব মহিলা লীগের শান্তি মিছিল

স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অবৈধ অবরোধ ও জ¦ালাও-পোড়াও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা এঁর নেতৃত্বে বাংলাদেশ যুব মহিলা লীগ, রাজশাহী মহানগরের একটি শান্তি মিছিল মঙ্গলবার বিকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে গিয়ে শেষ হয়। শান্তি মিছিল শেষে সেখানে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু সহ বাংলাদেশ যুব মহিলা লীগ, রাজশাহী মহানগরের নেতাকর্মীবৃন্দ।


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩ | সময়: ৪:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ