শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জয়পুরহাটের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৪টি প্রকল্প সহ মোট ১৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
এরমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ১ হাজার ২৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানে নবনির্মিত অবকাঠামো সমূহের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন জয়পুরহাট জেলার ৪টি উপজেলার চারটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ গুলোর মধ্যে রয়েছে, ৬৪টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সক্ষমতা বৃদ্ধির শীর্ষক প্রকল্পের আওতায় ৭ কোটি ৩১ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে একটি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাঁচতলা একাডেমিক কাম ওয়ার্কশপ ভবন নির্মাণ, পরিচালন বাজেট আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনাবাসিক ভবন নির্মাণ সম্প্রসারণ কাজের আওতায় ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে একটি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একতলা একাডেমি ভবন নির্মাণ, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২ কোটি ৭৩ দশমিক ৯১ লাখ টাকা ব্যয়ে একটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ এবং পরিচালন বাজেটের আওতায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকূলে অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ কাজ প্রকল্পের অধীনে ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে একটি টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমি নির্মাণ কাজ।
এছাড়াও তিনি ভার্চুয়ালি জয়পুরহাট জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় একটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস্ নির্মাণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির আওতায় বিভিন্ন উপজেলায় ৭টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ ও গণপূর্ত বিভাগের আওতায় একটি উপজেলায় সাব রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু, পুলিশ সুপার নূরে আলম ও জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।