সর্বশেষ সংবাদ :

রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের ৪ ও ৫ নং ওয়ার্ড বাসির আয়োজনে আজ বিকেলে উপজেলার খট্টেশ্বর রাণীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

 

অনুষ্ঠানে চার জনকে চিকিৎসা সহায়তায় মোট তিন লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। অত্র ইউনিয়ন পরিষদের সদস্য আহসান হাবিব স্বপনের সভাপতিত্বে ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসকে কৃষ্ণ মোহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

 

 

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, জারজিস হাসান মিঠু, অত্র ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বারেক মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল খালেক, সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমূখ।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩ | সময়: ৬:৪৮ অপরাহ্ণ | Daily Sunshine