রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি:
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রশিক্ষিত যুবদের মাঝে যুবঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার (১ নভেম্বর )সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হারুন অর রশিদ। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহাজের হোসেন। এ সময় প্রশিক্ষিত ১৮জন যুবর হাতে ১৩ লক্ষ ২০ হাজার টাকার চেক ও সনদপত্র তুলে দেয়া হয়।
সানশাইন/সোহরাব