শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি:
মহাদেবপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল মহাদেবপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, উত্তরগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম পিন্টু, যুগ্ম সম্পাদক তয়জুল ইসলাম, চেরাগপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো: আসাদ আলী, বিএনপি কর্মী মাইনুল ইসলাম, খোরশেদ আলম, আসাদ আলী, তায়েজ উদ্দীন, শাহজালাল মিঠু, মোশারফ হোসেন জুয়েল, আজাহার আলী ও সাইফুল ইসলাম স্বপন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন বলেন, মহাদেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সানশাইন / শামি