সর্বশেষ সংবাদ :

মোহনপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

রাসেল সরকার, কেশরহাট:
রাজশাহী মোহনপুরে সারাদেশব্যপী বিএনপি -জামায়াতের সকল নৈরাজ্য, সন্ত্রাস ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেছে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন।

 

 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, বাকশিমইল ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলী খান।

 

 

এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দিলীপ কুমার সরকার তপন, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শাহিন শাহ, কেশরহার পৌর আওয়ামী লীগের সভাপতি সাহেদুজ্জামান মুক্তা, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন, আওয়ামীলীগ নেতা আলতাব হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ডলি আক্তার, যুব মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুবিনা খাতুন, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন সরকার রনি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সানশাইন / শামি


প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩ | সময়: ৭:৩৩ অপরাহ্ণ | Daily Sunshine