মোহনপুর আসাদের গণসংযোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুরে বিভিন্ন পেশার মানুষের সাথে গণসংযোগ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। বুধবার বিকেলে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন ও ঘাসিগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মোহনপুর উপজেলা আওয়ামী লীগ নেতা এনামুল হক, সুলতান মাস্টার, বিল্লাহ হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন আলী, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজিবুর মাস্টার, সাধারণ সম্পাদক মিলন মাস্টার, আওয়ামী লীগ নেতা আজাহার আলী, সুরঞ্জিত সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবা খাতুন, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, পারিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী ভুলু, নওহাটা পৌরাণীর নেতা বাবলু হোসেন নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর আলী, সাধারণ সম্পাদক রুমেল হোসেন, মোহনপুর উপজেলার যুবলীগের নেতা, হেলাল উদ্দিন আজগর আলী, আলাউদ্দিন, আশরাফুল, মোহনপুর উপজেলা ছাত্রলীগের নেতা কামাল হোসেন, রিপন মন্ডল, অসীম আলী, হাফিজ আলী, রনিসহ মোহনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল পর্যায়ের আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩ | সময়: ৬:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ