বিভিন্ন কর্মসূচিতে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : বিভিন্ন আয়োজনে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে নেসকো কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর সেখান থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ও ভবন প্রদক্ষিণ করে।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সোহেল, নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি প্রভাস কুমার আচার্য্য সহ নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩ | সময়: ৬:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ