নতুন মিটারের সাথে সোলার সিস্টেম নিতে হবে না’

পোরশা প্রতিনিধি: নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানকালে নেট মিটার সহ রুফটপ সোলার সিস্টেম স্থাপনে সংশোধিত পরিপত্র জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিদ্যুৎ বিভাগ জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ-১ শাখা থেকে জারিকৃত সংশোধিত পরিপত্রটিতে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহবুবুর রহমান। মিটার নেয়ার ক্ষেত্রে আগের নিয়ম সিথিল করা হয়েছে। নতুন মিটারের সাথে সোলার সিস্টেম নিতে হবেনা।
বিষয়টি মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের অবগত করেন পল্লীবিদ্যুৎ সমিতি নওগাঁ-২ এর পোরশা জোন শাখার এজিএম (ও এন্ড এম) আনোয়ার হোসেন। তিনি জানান, আগের নিয়মে গ্রাহকদের অনূকুলে কোন মিটার বরাদ্দ হলে সোলার সিস্টেম সহ নেয়ার নিয়ম ছিল যা বর্তমানে সিথিল করা হয়েছে। শুধু মাত্র ১০কিলোওয়াটের উর্দ্ধে ও ৩ ফেজ সংযোগের ক্ষেত্রে বহুতল ভবনে সোলার সিস্টেম নেয়ার জন্য বলা হয়েছে। কোন গ্রাহক নতুন মিটার নিতে চাইলে সোলার সিস্টেম নিতে পরে অথবা না নিতে পারে। এবিষয়ে কোন বাধ্যবাধকতা থাকলো নাই। তবে কেউ এই সিস্টেম নিতে চাইলে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ভবনের সাদে কমপক্ষে ১হাজার বর্গফুট জায়গা থাকলে নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল স্থাপন করতে হবে। সেক্ষেত্রে সিঙ্গেল ফেজে ১ কিলোওয়াট পিক ক্ষমতার ও থ্রিফেজে ৩ কিলোওয়াট নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল স্থাপন করতে হবে। শিল্প ও বানিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে ৮০কিলোওয়াট পর্যন্ত লোড বরাদ্ধ প্রাপ্ত গ্রাহকদের অনুমোদিত লোডের ১৫%ক্ষমতার, ৫০০কিলোওয়াট পর্যন্ত লোড বরাদ্ধ প্রাপ্ত গ্রাহকদের অনুমোদিত লোডের নূন্যতম ১২%ক্ষমতার এবং ৫০০কিলোওয়াটের অধিক পর্যন্ত লোড বরাদ্ধ প্রাপ্ত গ্রাহকদের অনুমোদিত লোডের ১০%ক্ষমতার সোলার সিস্টেম নেট মিটারিং নির্দেশিকা-২০১৮ অনুসরণ করে স্থাপন করতে হবে। অপরদিকে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধাতব্য প্রতিষ্ঠানে সিঙ্গেল য়েজ সংযোগের ক্ষেত্রে ১ কিলোওয়াট পিক ক্ষমতার ও থ্রিফেজে ৩ কিলোওয়াট নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল স্থাপন করতে হবে। তিনি আরো জানান, প্যানেল স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে সংশ্লিষ্ট সংস্থা তিন সদস্যের টিম গঠন করে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন। এছাড়াও ইতোপূর্বে সংযোগ প্রাপ্ত গ্রাহকগণ বরাদ্দকৃত লোড বৃদ্ধি করতে চাইলে তাদেরও অতিরীক্ত লোডের উপর উল্লেখিত হার অনুযায়ী সোলার প্যানেল স্থাপন করতে পারে। এতে কম খরচ হবে এবং তিনি পরিপত্রের আলোকে গ্রাহকগণকে নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল স্থাপন করার আহবান জানান।


প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩ | সময়: ৬:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ