রাজশাহীতে মানববন্ধন : জাতীয় সংসদে নারীদের জন্য ১০০ আসন সংরক্ষণের দাবি

স্টাফ রিপোর্টার : আগামী নির্বাচনে জাতীয় সংসদে নারীর জন্য ১০০ আসন সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সম্মিলিত নারী সমাজ রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার নারীর সামগ্রিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নারীর উন্নয়ন অব্যাহত রাখতে রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি। ভোটের দিক দিয়ে বিবেচনা করলে দেশের অর্ধেক নারী ভোটার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীর জন্য ১০০ আসন সংরক্ষণের দাবি জানান তারা।
এসময় রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ ও সম্মিলিত নারী সমাজ রাজশাহীর সভাপতি মর্জিনা পারভীন, আইন সহায়তা কেন্দ্র রাজশাহীর সভাপতি দিল সিতারা চুনি, নারী উদ্যোক্তা ফোরাম রাজশাহীর সভাপতি সাবিহা সুলতানা, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, পরিবর্তন রাজশাহীর সভাপতি রাশেদ রিপন ও রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর সুলতানা পারভীন সাগরিকা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩ | সময়: ৬:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ