রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নগরীতে সোমবার একটি বাড়িতে ও একটি মুদিখানার দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার মিয়াপাড়া এলাকার শাহেদ আহম্মেদের দুইতলা ভবনের একটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৭টার দিকে মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫০ হাজার টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল ঘটনাস্থলে পোছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অপর ঘটনায় ঘোড়ামারা এলাকার মিজানুর রহমান তুষারের মুদি খানার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মিজানুর রহমান দোকানে আগরবাতি জ¦ালিয়ে বাজারে দোকানের মালামাল কিনতে যান। সকাল সাড়ে ১০টার দিকে আগরবাতি থেকে দোকানে আগুন লাগে। এতে দোকানের মালামালসহ এক লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল ঘটনাস্থলে পোছে আগুন নিয়ন্ত্রণে আনে।