মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল(ওয়ান শুটারগান) ম্যাগজিন, ও গুলি-সহ আলামীন হোসেন (২৬), নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে আলাইপুর এলাকা থেকে র্যাব-৫ এর একটি অপারেশন দল তাকে গ্রেফতার করে। আলামীন গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে বলে জানা গেছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলামীন বাঘা উপজেলার আলাইপুর এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল আলাইপুর মধ্যপাড়ার আলতাফের বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গীর সামনের কোচের ভিতরে কোমরের সাথে স্ব”ছ কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল(একটি ওয়ান শুটারগান) একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।
এ বিষয়ে র্যাব বাদি হয়ে সোমবার (২৩ অক্টোবর) বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন বলে নিশ্চিত করেন বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম।
সানশাইন/সোহরাব