সিংড়ায় অজ্ঞাত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের সিংড়ার জামতলী এলাকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদের উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরুতহাল রিপোর্ট শেষে নাটোর আধুনিক সদও হাসপতালের মর্গে প্রেরণ করা হয়। তবে নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্ত শেষে এর সঠিক কারণও জানা যাবে। পরিচয় পেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩ | সময়: ৫:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর