মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল খালেকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১-অক্টবর) দিনব্যাপী এ কুলখানি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘার সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আব্দুল খালেক ২০২১ সালের ২১ অক্টবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হ্নদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁকে সুলতানপুর গোরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা নামাজ শেষে সুলতানপুর গোরস্থানে দাফন করা হয়। তিনি ছিলেন ১৯৭১ সালের রনাঙ্গনের বীর সৈনিক ও অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাঘা উপজেলার বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার । তার পিতার নাম মৃত কাসেম সরকার। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন। মৃত্যুকালে এক স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে-সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এর মধ্যে বড় ছেলে রোকনুজ্জামান রিন্টু বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ রাজশাহী জেলার সভাপতি।
মরহুমের রুহের মাগফিরাত কমনা করে ঐদিন শোকাহত পরিবারের প্রতি সমবেনা জ্ঞাপন করেন চারঘাট-বাঘার সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি মরহুমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুলখানিতে উপস্থিত হয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং সৃষ্টি কর্তার নিকট আবারও দোয়া পার্থনা করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল সহ উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ।
সানশাইন/সোহরাব