শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: ডিজিটাল এক্সিলেন্স প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে শেখ রাসেল পদক ২০২৩ পেয়েছেন নাটোরের লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল পদক বিতরণ অনুষ্টানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার হাতে শেখ রাসেল পদক ২০২৩ তুলে দেন।
শেখ রাসেল দিবস উপলক্ষ্যে লালপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সরাসরি প্রধানমন্ত্রী কর্তৃক পদক প্রদান অনুষ্ঠানটি বিটিভি থেকে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে প্রদর্শন করা হয়। এসময় সহকারী কমিশনার (ভ’মি) আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী সহ জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।