রাবিতে সপ্তম বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা শুরু 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় সপ্তম বারের ন্যায় এ মেলার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বেলুন উড়িয়ে মেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

 

উদ্বোধনকালে উপ-উপাচার্য বলেন, আমাদের ছেলে-মেয়েরা দিনদিন বিজ্ঞানবিমুখ হয়ে যাচ্ছে। আমরা যদি এগিয়ে যেতে চাই বা আধুনিক উন্নত সমাজ বিনির্মাণ করতে চাই তাহলে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। সে আঙ্গিকে আজকে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের অনুভবকে ছড়িয়ে দেওয়ার বিশ^বিদ্যালয়ের সায়েন্স ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

সায়েন্স ক্লাবের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উত্তরায়ন আমানা গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল করিম ও ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল হাসান।

 

এবারের প্রজেক্ট শো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩৪ দল। এতে প্রদর্শন করা হয় ক্ষুদে বিজ্ঞানীদের নব উদ্ভাবিত সৃষ্টির। উদ্বোধনী পর্ব শেষে বিশ্বিবদ্যালয়ের উপ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম প্রজেক্ট শোতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন প্রজেক্ট শো কমপিটিশন, ওয়াল ম্যাগাজিন, সাইন্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, কেস সলভিং, সাইন্টিফিক স্পিচ, স্কাই অবজারভেশন, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশনে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

 

আয়োজনের দ্বিতীয় দিনে থাকবে, প্রজেক্ট শো কমপিটিশন, রুবিকস কিউব কমপিটিশন, সায়েন্টিফিক পেইন্টিং, রুবিক্স কিউব ও ফটোগ্রাফি প্রতিযোগিতা। এবার মেলার বিভিন্ন ইভেন্টে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় ১২ শতাধিক বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থী অংশ নিচ্ছে।

সানশাইন / শামি

 


প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ | সময়: ১০:৩১ অপরাহ্ণ | Daily Sunshine