রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে শেখ রাসেলের জন্মদিন ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো.আয়েন উদ্দিনসহ আওয়ামী লীগের নেতারা। বুধবার (১৮ অক্টোবর) মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
জানা গেছে, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের উদোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেন। দুপুরের পর উপজেলার বিভিন্ন এলাকা নেতাকর্মীরা মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন। এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর বাজারে তীব্র যানজট লেগে যায়। মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য মো.আয়েন উদ্দিন বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে।এতে কেউ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ কেশরহাট পৌরসভার মেয়র শহীদ জামান শহীদ যুবলীগের সভাপতি ইকবাল হোসেন ছাত্রলীগের সেক্রেটারি মুর্শেদ আলম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন রনি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সানশাইন/সোহরাব