শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: দুর্গা উৎসবকে ঘিরে কেউ রাজনীতি করার চেষ্টা করলে তার সুমুচিত জবাব দেওয়া হবে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার বেলা ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা হলরুমে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় মন্ত্রী এই কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড চালানোর সুযোগ নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এভাবে একসঙ্গে কাজ করে আমরা দেশকে উন্নত করতে চাই। আসন্ন শারদীয় দুর্গোৎসব মহাউৎসবে পরিণত হবে বলেও জানান মন্ত্রী
এসময় নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদসহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।