মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: নির্বাচন একটা খেলা, বিদেশিরা এটা নিয়ে কথা বলে মজা পায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এসময়ে তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যম তাদের অনুপ্রাণিত করে।
রবিবার (১৫ অক্টোবর) মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। মন্ত্রী জানান, মার্কিন প্রাক-নির্বাচনী মিশনের পরামর্শ স্বাগত জানায় ঢাকা।
তিনি বলেন, সংলাপ তো আমরা করছিই। চাইলে তারাও করুক, কোনও আপত্তি নেই। তাদের কথা তারা বলেছে, আমাদের এতে গুরুত্ব দেওয়ার কিছু নেই। সরকারের ওপর আস্থা রাখুন।
মন্ত্রী আরও বলেন, আমরা সংলাপের পক্ষে সবসময়ই। সব দলমত নির্বিশেষে আলাপ করি আমরা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ বাংলাদেশের খরচে ছোট আকারের পর্যবেক্ষক পাঠাতে চেয়েছে, আমরা এখনও সিদ্ধান্ত জানাইনি।
মন্ত্রী আরও বলেন, ১৮ অক্টোবর সৌদি আরবে প্যালেস্টাইন সংকট নিয়ে ওআইসি’র বৈঠক রয়েছে। সেখানে যোগ দিচ্ছে বাংলাদেশ। দুই রাষ্ট্রনীতি বাস্তবায়নই প্যালেস্টাইন সমস্যার সমাধান।