নওহাটা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নওহাটা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কাউছার আলীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার নওহাটা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ড. এলিনা আখতার পলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।
ড. মো. শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নওহাটা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা পৌর প্যানেল মেয়র-১ আজিজুল হক, নওহাটা পৌর প্যানেল মেয়র-২ দিদার হোসে ভুলু, সমাজসেবক মইমুর সুলতান শাহীন।
এরআগে পবিত্র কোরআন থেকে পাঠ করেন কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মতিন। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারি অধ্যাপক বন্যা ঘোষ, মানপত্র পাঠ করেন প্রভাষক তোফাজ্জুল ইসলাম সুমন, তাইয়েবা খাতুন, রুমা খাতুন। অতিথিদের ফুলেল বরণ করেন ফরিদ আহমেদ, ফৌজিয়া আক্তার জুঁই, এ এইচএম রায়হানুজ্জামান, হাসানুজ্জামান, রোজিনা খাতুন। উপস্থিত ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আব্দুল মাননানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অত্র কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-প্রক্তন ও বর্তমান শিক্ষাথীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।


প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩ | সময়: ৭:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ