সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিএনপি নেতৃবৃন্দের মুক্তির দাবী মহিলা দলের

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল রাজশাহী মহানগর শাখার আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পুনর্বাসন বিষয় সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহিলাদল রাজশাহী মহানগরের সভাপতি এডভোকেট রওশন আরা পপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকাসানা বেগম টুকটুকি, মহিলা দল রাজশাহী শাখার সিনিয়র সহ-সভাপতি নূর জাহান বেগম, সহ-সভাপতি ফাতেমা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক গুলসান আরা মমতা, আসমাউল হুসনা, মনোয়ারা খাতুন, সাংগঠনিক সম্পাদক জরিনা বেগম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিফাত জেরিন তুলি, ক্রীড়া বিষয়ক সম্পাদক বিথী, সহ-ক্রীড়া বিসয়ক সম্পাদক লাভলীসহ মহানগরের অন্যান্য সদস্য।


প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩ | সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ