সর্বশেষ সংবাদ :

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর তদন্ত সেলিম রেজা

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা নওগাঁ জেলার শ্রেষ্ঠ তদন্ত ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। গত সেপ্টেম্বর মাসে তদন্ত বিভাগে নওগাঁ জেলায় সেলিম রেজা শ্রেষ্ঠত্ব অর্জণ করেন। গত সোমবার (০৯ অক্টোবর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই ঘোষণা করে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা,জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
থানাপুলিশ জানায়,পুলিশি কর্মদক্ষতা,দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে সম্পন্ন করার নিমিত্তে কাজের শ্রেষ্ঠত্ব হিসেবে প্রতি মাসে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশে কর্মরত সদস্যদের অনুপ্রেরণা প্রদান হিসেবে সন্মাননা প্রদান করা হয়।

 

 

 

 

 

এরই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বর মাসে তদন্ত বিভাগে নওগাঁ জেলায় রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা শ্রেষ্ঠত্ব অর্জণ করেন।

 

 

 

সানশাইন/সোহরাব

 

 


প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩ | সময়: ৬:২৭ অপরাহ্ণ | Daily Sunshine