রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চারঘাট প্রতিনিধি :
ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। প্রতিবছর এ মাছ বিদেশে রপ্তানি করে বাংলাদেশে প্রচুর রাজস্ব পায়। এটা আমাদের মূল্যবান সম্পদ। মা ইালশ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২৩ পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে। চারঘাট পৌরসভায় এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইলিশ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, একটি মা ইলিশ ১৫-২০ লাখ মাছ উৎপাদন করতে পারে। কিন্তু অজ্ঞাত জেলে অনেক মাছ নষ্ট করে ফেলেছে। সেখানে ইলিশ উৎপাদিত সময়ের জন্য প্রত্যেক জেলেকে তাদের মাছ ধরা বন্ধ করতে হবে। ওই সময় ৫৭০ জন জেলেদের মাঝে ২৫ কেজি চাল বরাদ্দ করা হয়েছে বলে জানান চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা অলি উল্লাহ মোল্লা। এই সময় আরো উপস্থিত ছিলেন ইউএনও সোহরাব হোসন।
পৌর মেয়র একরামুল হক গণমাধ্যমকে বলেন, আ’লীগ সরকার কখনো তাদের ক্ষমতার অপব্যবহার করেনি এবং স্থানীয় জনগণকে কখনো ভুলে যায় না। বাঙালীরা ভাত আর মাছে বেঁচে থাকে। তবে মাছের তালিকায় ইলিশ উত্তম। বাংলাদেশে এমন কেউ নেই যারা ইলিশ মাছ খায় না। বর্তমান সরকার স্থানীয় জনগণের জন্য কাজ করছে এবং সংকটের মুহুর্তেও সহায়তা করছে। মা ইলিশ রক্ষায় প্রায় এক মাস মাছ ধরা বন্ধ থাকবে ওই সময় সরকার থেকে বরাদ্দা ২৫ কেজি করে চাউল ৫৭০ জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান ইউএনও সোহরাব হোসেন।
সানশাইন/সোহরাব