বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মো:ওসমান গনি (৬২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশুনির্যাতন দমনট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহীম এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ওসমান গনি নলডাঙ্গার বাসুদেবপুর এলাকার প্রয়াত ইসমাইল মৃধার সন্তান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান বলেন, বিবাহের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী রোকেয়া বেগমকে শারিরিক ও মানসিক নির্যাতন করত ওসমান গনি। কিন্তু রোকেয়া বেগম বাবার আর্থিক অস্বচ্ছালতা থাকায় ৫ হাজারটাকা দেওয়ার পরে আর টাকা দিতে পারে না। ২০১৩ সালের ২১ আগস্ট রোকেয়া বেগম ৫০ হাজার টাকা বাবার বাড়ি থেকে না এনে দিতে পারায় ক্ষীপ্ত হয়ে তার গলায় শাড়ি পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে স্বামী ওসমান গনি। এ ঘটনায় নিহতের বড় ভাই মো:একাব্বর হোসেন নলডাঙ্গা থানায় বাদি হয়ে একটি মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ওসমান গনিকে দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
সানশাইন/সোহরাব