যাত্রীবাহী বাসে তল্লাশি, ২০ কেজি গাঁজাসহ আটক ৩

মোঃ তারেক রহমান

স্টাফ রিপোর্টার:

বগুড়া হতে নাটোর গামী আসিফ স্পেশাল পরিবহণের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৮ অক্টোবর) রাত ১১.৩০ মিনিটে নাটোরের সিংড়া থানাধীন বালুয়াবাসুয়ায় বাসে তল্লাশির পর তাদের গ্রেফতার করা হয় ‌।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ নূর আলম, মোছাঃ হালিমা বেগম। তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ।

 

রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহা: জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে যে আসিফ স্পেশাল পরিবহণের যাত্রীবাহী বাসে গাঁজার একটি চালান আসছে এরই ধারাবাহিকতায় নাটোরের সিংড়ায় ঐ বাসটিতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে।

 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে।

 

তারেক/ সানশাইন


প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩ | সময়: ১০:১৪ পূর্বাহ্ণ | Daily Sunshine