সর্বশেষ সংবাদ :

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে রবিবার (০৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠান হয়। অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

 

 

 

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আখতার, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশীদসহ অভিভাবক ও বিভিন্ন বয়সী শিশুরা।

আলোচনা সভা শেষে তিনটি বিভাগে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

 

 

 

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩ | সময়: ৯:০৪ অপরাহ্ণ | Daily Sunshine