লালপুরে মা ইলিশ রক্ষায় জেলে দের মাঝে চাল বিতরণ

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২২ দিন মা ইলিশ আহরন থেকে বিরত থাকতে জেলে পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। রবিবার (০৮ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার ৪ ইউনিয়নের নিবন্ধিত ৫শ জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল তুলে দেন প্রধান অতিথি নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

 

 

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, গোপালপুর পৌর আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩ | সময়: ৬:৪২ অপরাহ্ণ | Daily Sunshine