বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: ২৮৬ রান করে পাকিস্তান চাপেই পড়েছিল। তৃতীয় উইকেটে নেদারল্যান্ডস পাল্টা জবাব দিলে বাবর আজমদের ঘাম ছুটেছিল। শেষ পর্যন্ত ডাচদের সেই লড়াই থামিয়ে পাকিস্তান তাদের বিশ্বকাপ শুরু করলো জয় দিয়ে। শুক্রবার হায়দরাবাদে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়েছে তারা।
লক্ষ্যে নেমে বিক্রমজিৎ ও বাস ডি লিডের জুটি পাকিস্তানকে অস্বস্তিতে রেখেছিল। তাদের বিচ্ছিন্ন করতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তানের হাতে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস।
বিক্রমজিৎ ৬৭ বলে চারটি চার ও এক ছয়ে ৫২ রান করেন। ৬৮ বলে ইনিংস সেরা ৬৭ রান করেন ডি লিড। ৭০ রানের এই জুটি ভেঙে যাওয়ার পর নেদারল্যান্ডস তাদের শেষ ৮ উইকেট হারায় ৮৫ রানের ব্যবধানে। ২ উইকেটে ১২০ রান করা ডাচরা গুটিয়ে যায় ২০৫ রানে।