নাটোর ৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কে এম জাকির এর নির্বাচনী প্রচারণায় ও লিফলেট বিতরণ

নাটোর প্রতিনিধি:
৬১ নাটোরে ৪ বড়াইগ্রাম ও গুরুদাসপুরে দ্বাদশ জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন তিন তিনবার নির্বাচিত মেয়র কে এম জাকির হোসেন। তিনি আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে ৬১ নাটোর ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি আরো বলেন, বড়াইগ্রাম ও গুরুদাসপুর মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হবেন, বুধবার (০৪ অক্টোবর) সকাল ১১ টা থেকে নাটোরের বড়াইগ্রাম বনপাড়া বাজার থেকে কয়েন বাজার,ধানাইয়দা বাজার, গড়মাটি বাজার, রাজাপুর বাজার, চান্দাই বাজার, জুনাইল বাজার ও মৌখারা বাজারে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা, স্থানীয় জনগণ বলেন যারা দলের দুর্দিনে বিভিন্ন মিটিং মিছিল করেছেন, দলের জন্য বিরোধীদলীয় মামলায় যারা জেল খেটেছিলেন এমন একজন ত্যাগী নেতাকে যেন মনোনয়ন দেওয়া হয়।তারা আরো বলেন নাটোর বড়াইগ্রাম গুরুদাসপুর ৪ আসনে যোগ্য নেতা থাকলে মেয়র কে এম জাকির হোসেনই আছে।

 

 

 

 

 

তিনি দলের জন্য রাজনৈতিক জীবনে অনেক নির্যাতনের শিকার হয়েছেন তার বাবাকে হারিয়েছেন তার বাবা আওয়ামী লীগের জন্য প্রাণ দিতে হয়েছে।এম জাকিরকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হলে আমরা জনগন বিপুল ভোটে জয়ী করবো ইনশাল্লাহ।

 

 

 

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩ | সময়: ৮:৫৯ অপরাহ্ণ | Daily Sunshine