সর্বশেষ সংবাদ :

ঝিলিম ইউনিয়নের ঠাকুর পালশায় ডা. গোলাম রাব্বানীর উঠান বৈঠক ও ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক ও ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অধ্যাপক ডা. গোলাম রাব্বানী। একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পক্ষে ভোট চেয়েছেন।

 

 

 

 

 

বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ নং ঝিলিম ইউনিয়নের ঠাকুর পালশায় এলাকায় উঠান বৈঠক এ মেট্রোরেল, উড়ালসড়ক, পদ্মাসেতু, সারাদেশে মডেল মসজিদ, এলিভেটেড এক্সপ্রেসয়েসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চেয়েছেন। এ উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষায়ক সম্পাদক হাজী শামসুদ্দিন বাবলু, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলকামাল ইব্রাহিম রতন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জাব্বারসহ অন্যান্যরা। উঠান বৈঠক শেষে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন ডা. গোলাম রাব্বানী।

 

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩ | সময়: ৮:৪৬ অপরাহ্ণ | Daily Sunshine