শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট ও পুরাতন বাজার এলাকায় বিভিন্ন কসমেটিক সামগ্রী বিক্রয়ের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ আইন অনুযায়ী অবৈধভাবে আমদানীকৃত পণ্যসামগ্রী বিক্রয় ও বিক্রয়ের জন্য নয় এরূপ পণ্য বিক্রয়ের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে ক্রেতা ও বিক্রেতাদের সঠিক ও বৈধ পণ্য ক্রয় ও বিক্রয়ের জন্য সচেতন করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আজিজ । এসময় ভোক্তা অধিকার অধিদপ্তর,সিভিল সার্জন অফিসের স্যানেটারী ইন্সপেকটরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সানশাইন/সোহরাব