বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট বিজয় দেবনাথের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং কর্ম ক্ষেত্রে চিকিৎসক, নার্স,ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফার্মাস্টিরা। বুধবার (০৪ অক্টোবর) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) চাঁপাইনবাবগঞ্জ’ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের রেডিওলোজিস্ট, আবু তালেব, ফার্মাসিস্ট মনিরুজ্জামান সুইট, মোঃ আসাদ, আলামিন বুলবুল, অঅব্দুল্লাহ আল মামুন, শাহনেওয়াজ আপেল, গোলাম রাব্বানী জুয়েল, তানভীর আহমেদ, মনিরা খাতুন ও ডায়ালোসিস্ট বিপ্লব, ।
বক্তারা বলেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট বিজয় দেবনাথ একটি ভাড়া বাসার একটি কক্ষ থাকতেন। সম্প্রতি ওই বাসা থেকে ঝুলন্ত অবস্থায় বিজয় দেবনাথের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যু রহস্যজনক হওয়ায় বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।
সানশাইন/সোহরাব