সর্বশেষ সংবাদ :

বাগাতিপাড়া উপজেলা পোস্ট অফিস হিসেবে স্বীকৃতি পেল লক্ষণহাটী পোস্ট অফিস

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় লক্ষণহাটী পোস্টঅফিসের নাম পরিবর্তন করা হয়েছে। চলতি বছরের ২৭ এপ্রিল এ আদেশ জারি হলেও বুধবার (৪ অক্টোবর) থেকে তা বাস্তবায়ন করা হয়েছে। জানা গেছে, দৈনিক ইত্তেফাক’র সাংবাদিক ও কলামিস্ট আরিফুল ইসলাম তপু ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর নানা ভোগান্তির কথা জানিয়ে উত্তর অঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল বরাবর নাম পরিবর্তনের আবেদন করেন। আবেদনে বাগাতিপাড়া উপজেলার সাথে সামঞ্জস্য রেখে লক্ষণহাটী পোস্টঅফিসের নাম পরিবর্তন করে বাগাতিপাড়া উপজেলা পোস্টঅফিস করার দাবি জানানো হয়। তারপরই বাগাতিপাড়া উপজেলা পোস্টঅফিস হিসেবে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। আবেদনকারী আরিফুল ইসলাম তপু বলেন, আমি অত্র উপজেলা বাসিন্দা।

 

 

 

 

 

 

উপজেলার নামের সাথে মিল রেখে উপজেলা কেন্দ্রীক সকল প্রতিষ্ঠানের নামকরণ করা হয় কিন্তু এই পোস্টঅফিসটি একটি মহল্লা কেন্দ্রীক নামকরণ করা হয়েছিল। এতে সকলকে বিভ্রান্তিতে পড়তে হতো। সবার কথা চিন্তা করেই আবেদন করেছিলাম। উপজেলা পোস্টমাস্টার মাহাবুব আলম এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, একটি মহল্লা কেন্দ্রীক নাম হওয়ায় পুরো উপজেলার গ্রাহকরা নানা ভোগান্তিতে পড়তেন। সকলের প্রাণের দাবি আজ পূরণ এজন্য আবেদনকারীকে কৃতজ্ঞতাও জানান তিনি। এ বিষয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আবেদন যাচাই-বাছাই ও পর্যালোচনা করে পোস্টঅফিসের নাম পরিবর্তন করা হয়েছে। অনেকে ফোন করে কৃতজ্ঞতা জানাচ্ছেন বলেও জানান তিনি।

 

 

 

 

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩ | সময়: ৮:১৮ অপরাহ্ণ | Daily Sunshine