সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বেপরোয়া ট্রাকের চাপায় সড়কে রিকশাভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নগরীর কাঁটাখালী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ট্রাকচাপায় নিহত ভ্যানচালকের নাম তাজিম উদ্দিন (৫৪)। তিনি নগরীর শাহ মখদুম থানার নতুন ফুদকিপাড়া এলাকার বাসিন্দা।
রাজশাহী নগরীর কাটাখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার দুপুরে নিজের রিকশাভ্যান নিয়ে খড়খড়ি এলাকার মোসলেমের মোড়ে দাঁড়িয়েছিলেন তাজিম উদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তাজিম উদ্দিন ঘটনাস্থালেই মারা যান।
ওসি জাহাঙ্গীর আলম আরও জানান, ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান, কাঁটাখালী থানার এই পুলিশ কর্মকর্তা।