সর্বশেষ সংবাদ :

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় যুবক আটক

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাজেদুল ইসলাম সরকার (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সাজেদুল ইসলাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা মশিউরী পাড়া এলাকার গুলজার হোসেনের ছেলে।
থানা ও ভূক্তভোগী সুত্রে জানা যায়, সোমবার দিনগত রাত দেড়টার দিকে চামটা মশিউরী পাড়া এলাকার জনৈক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে আসেন।
এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সাজেদুল ইসলাম তার ঘরে ঢুকে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পরে ওই গৃহবধূ ঘরে ঢোকার পর সাজেদুল তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ওই গৃহবধূর চিৎকার শুনে লোকজন ছুটে এলে সাজেদুল ইসলাম সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সে মামলার ভিত্তিতে পুলিশ দ্রুত আসামীকে বাড়ি থেকে গ্রেফতার করে।


প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩ | সময়: ৫:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ