মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
নাটোর প্রতিনিধি:
নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়ে ইউনিয়নে রাস্তা সংস্কারের দাবীতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ও হালসা ইউনিয়নের ১ কি.মি. রাস্তা সংস্কার ও পাকা করনের দাবীতে হয়বতপুর এবং সুলতানপুর গ্রামের প্রায় ২শো মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
আশপাশের অর্জুনপুর, সুলতানপুর,হয়বতপুর,হালসা গ্রামের প্রায় ২ হাজার মানুষ চলাচলের এ রাস্তাটির হয়বতপুর গ্রামের একটি অংশের ৪শো ফিট রাস্তা স্থানীয় প্রভাবশালী মোস্তাফিজুর রহমান বাবুর পুকুরে ধসে গেছে, যে কারনে রাস্তাটি এখন মানুষ চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
মানববন্ধনে অংশগ্রহনকারী খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, শিক্ষক আজিজুল ইসলাম, ইউপি সদস্য জামাল হোসেনের দাবী, পুকুর মালিকের অবহেলার কারনে রাস্তাটি দিনেন পর দিন ধ্বংস হতে চলেছে, অনতিবিলম্বে রাস্তাটির সংস্কার না হলে এলাকার হাজারো মানুষ চলাচলে চরম দুরাবস্থায় পড়বে। এ রাস্তায় চলাচলকারী স্কুল- কলেজের কোমরমতি শিক্ষার্থীরা অনেক সময় দুর্ঘটনায় পড়েন, পিছলে পুকুরে পড়ে যান।
মানববন্ধনে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানান এলাকাবাসী।
সানশাইন/সোহরাব