সর্বশেষ সংবাদ :

প্রকৃতির সামান্য পরিবর্তনেই বাড়ে কাঁচা মরিচের দাম

স্টাফ রিপোর্টার: প্রকৃতির সামান্য পরিবর্তন। ব্যাস আর কথা নেই। কাঁচা মরিচের দাম বাড়বেই। বৃষ্টি বা খরা হোক কাঁচা মরিচের দাম বাড়বেই। মাত্র দুই দিনের বৃষ্টিতে রাজশাহীতে আবার বেড়েছে কাঁচা মরিচের দাম।
রাজশাহীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকা। বৃষ্টির আগেই কাঁচা মরিচের কেজি বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়। রবিবার নগরীর সাহেববাজার, শালবাগানসহ কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
বাজারে কয়েকজন খুচরা বিক্রেতা জানান, বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে। আর ক্রেতারা বলছেন, দাম নির্ধারণ করে দেওয়ার পরও বেশি দামে বিক্রি করছে একটি চক্র।
রাজশাহীর সাহেব বাজার কাঁচা বাজারেরখুচরা বিক্রেতা আমজাদ হোসেন জানান, বৃষ্টির জন্য মরিচের গাছ পচে যাওয়ার কারণে দাম বেড়েছে। বর্তমানে কাঁচা মরিচ পাইকারি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা।
আরো একজন বিক্রেতা আব্দুর রহিম জানান, মরিচের দাম বেশ বেড়েছে। গত সপ্তাহের চেয়ে কেজিতে ৬০ থেকে ৭০ টাকা বেড়েছে। মরিচ কিনেছি ২০০ টাকায়। বিক্রি করছি ২৫০ টাকা দরে। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে।


প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩ | সময়: ৬:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ