শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
হাফিজার রহমান, বদলগাছী: নওগাঁর বদলগাছীতে উপজেলার বিভিন্ন বাজারে আসতে শুরু করেছে আগাম জাতের কপি, শিম সহ বিভিন্ন সবজি।
জানা যায়, উপজেলার কিছু কৃষক আগাম জাতের ফুল কপি, বাধা কপি, মুলা, শিম, পালং শাক সহ বিভিন্ন সবজি বাজারে নিয়ে আসছে। তারা বলছে আগাম জাতের এই সবজি চাষ করে লাভবান হচ্ছি।
গত শনিবার বদলগাছী সদর সহ হাটবাজার গুলোতে দেখা যাচ্ছে নতুন ফুল কপি প্রতি কেজি ১২০ টাকা, বাধা কপি ৮০টাকা, শিম ১৬০টাকা, মুলা ৫০ টাকা, পালং শাক ৬০টাকা দরে বিক্রি হচ্ছে।
আধাইপুর গ্রামের শুনীল, জব্বার, কেশাইল গ্রামের জামান, ফারুক বলেন আগাম সবজি চাষ করা সমস্যাও আছে। আকাশের আবহাওয়া ভাল না হলে সবজি চারা নষ্ট হয়। তাতে ক্ষতির সম্ভাবনা থাকে।