রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার এর সভাপতিত্বে বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। বক্তাগণ বলেন, ইন্টারনেটের ফলে তথ্য পাওয়া অনেক সহজ হয়েছে। মানুষের হয়রানি বহুলাংশে কমে এসেছে। এ সময় তাঁরা তথ্য প্রাপ্তির সময় কমিয়ে আনার পরামর্শ দেন।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’’ এবং শ্লোগান হচ্ছে ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে।
উল্লেখ্য যে, ২৮ সেপ্টেম্বর বিশ^জুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত হয়। এ বছর ঐ দিন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবির ছুটি থাকায় বাংলাদেশে ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উদ্যাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে বুধবার সকাল সাড়ে ১০টায় ইউএসএআইডি’র আর্থিক এবং দ্যা কার্টার সেন্টার এর কারিগরী সহযোগিতায় তানোর উপজেলা প্রশাসন ও এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে “বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প” শীর্ষক কর্মসূচির আওতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন’র সভাপতিত্বে তথ্য অধিকার অবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির সদস্য, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বেসরকারি সংগঠনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবং তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আহ্বান জানান। প্রতিবছরের ধারাবাহিকতায় “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এবছরের প্রতিপাদ্যের পাশাপাশি ইন্টারনেটে তথ্য পেলে, জনমনে শান্তি মেলে” স্লোগানকে কেন্দ্র করে দিবস পালনের উদ্যোগ নেয়া হয়।
অন্যদিকে গোদাগাড়ী উপজেলায় উপজেলা প্রশাসন এবং এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি অনুরূপ কর্মসূচির আয়োজন করেন। গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্যবৃন্দসহ গণমাধ্যম, নাগরিক সমাজ প্রতিনিধি, নারী গ্রুপ এবং ইয়ূথ ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উভয় অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরেন রাখেন দ্যা কার্টার সেন্টারের তথ্য বন্ধু সাবরিনা নাজ। প্রকল্প সমন্বয়কারী সুব্রত কমুার পালের তত্বাবধানে প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রানী বিশ^াস এবং মো. মনজুরুল ইসলাম অনুষ্ঠানে আয়োজনে ভূমিকা রাখেন।
উল্লেখ্য, ২০০২ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে দিনটি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে স্বীকৃতি পায়। বাংলাদেশে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। তবে এখনো এটির ব্যবহার তুলনামূলক ভাবে কম। বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে নিজ-নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে তাদের সচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনে আন্তর্জাতিকভাবে এ দিবস পালন করা হয়। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হবে। বাংলাদেশে এ বছরই পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২৮ সেপ্টেম্বর হওয়ায় ২৭ সেপ্টেম্বর বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ পালিত হয়।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ | সময়: ৭:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ