মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টায় সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এই তথ্যটি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন।
নিহত সাব্বির হোসেন রাজশাহী জেলার বোয়ালিয়া থানার শালবাগান এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
মোক্তার হোসেন জানান, বুধবার সকালে পথচারী সাব্বির হোসেন কোথাও যাওয়ার উদ্দেশ্যে তারাপুর রেলগেট দিয়ে হেঁটে পার হচ্ছিলো। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের শেষে নিহতের পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।