ভোলাহাটে আ’লীগের সাবেক সভাপতির মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা

ভোলাহাট প্রতিনিধি:
ভোলাহাটে নিরাময় ক্লিনিকের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ইঞ্জিনিয়ার আমিনুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুজিব চত্বরে নিরাময় ক্লিনিকের আয়োজনে চেয়ারম্যান মানসুরা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোঃ জিয়াউর রহমান।

 

 

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুল, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, সহ-সভাপতি মোঃ আফরাজুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান , জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখি ও মোঃ একরামুল হকসহ অন্যরা।

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ | সময়: ৮:৪২ অপরাহ্ণ | Daily Sunshine