মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,চারঘাট:
রাজশাহীর চারঘাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে স্বামী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামে হত্যঅ কান্ডের ঘটনাটি ঘটেছে। নিহতের নাম শিলা খাতুন (২৮)। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান জানান, চামটা গ্রামের জনৈক মুরাদ আলী দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। এ নিয়ে মুরাদ আলীর সঙ্গে ১ সন্তানের জননী শিলা খাতুনের দীর্ঘদিন পারিবারিক কলহ লেগেই ছিল। তারই প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে কোন এক সময় মুরাদ তার স্ত্রী শিলা খাতুনকে শ্বাসরোধ করে হত্যঅ করে পালিয়ে গেছে। পরে ভোর বেলায় নিহতের ৪ বছর বয়সী সন্তানের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখে শিলা বাড়ীর মধ্যে টিউবয়েলের নিকট পড়ে আছে। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনা¯’লে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের ভাই দুলাল হোসেন বাদী হয়ে মুরাদকে আসামী করে চারঘাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সানশাইন/সোহরাব