সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ৭১৮ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর গোলজারবাগ উত্তরপাড়ায় অভিযান চালিয়ে ৭১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। তার নাম আশা খাতুন (২৫)। সে নগরীর গোলজারবাগ উত্তরপাড়ার হুমায়ুন কবিরের স্ত্রী।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলজারবাগ উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে খাতুনকে তার বাড়ি হতে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে শোকেসের ড্রয়ার থেকে ৭১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আশা জানায়, সে দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ | সময়: ৬:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর