সর্বশেষ সংবাদ :

সাকিব, তামিম, মুশফিকের সঙ্গে নতুন মাইলফলকে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিম আউট হওয়ার পর ক্রিজে পা রাখেন মাহমুদউল্লাহ। ১৬তম ওভারে লকি ফার্গুসনের বলে সিঙ্গেল নিয়ে রানের খাতা খুলতেই একটি মাইলফলকে পৌঁছান বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার।
চতুর্থ বাংলাদেশি হিসেবে ৫ হাজার ওয়ানডে রানের কীর্তি গড়লেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর এই অর্জনে নাম লেখান তিনি। ৪৯৯৯ রান নিয়ে এই ব্যাটার নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে নামেন। দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৪৯ রান।
অবশ্য শেষ ম্যাচে জ্বলে উঠতেই নিভে যান মাহমুদউল্লাহ। একটা সময় নামের পাশে ছিল ২১ বলে ১২ রান। স্ট্রাইক রেটের কারণে সমালোচিত এই ব্যাটার জ্বলে ওঠেন আর একটি বল খেলে। ইশ সোধিকে টানা দুটি চার মারেন। তারপর আর তিনটি বল খেলে বিদায় নেন। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে আউট হন মাহমুদউল্লাহ। ২৭ বলে ২ চারে ২১ রান করে অ্যাডাম মিলনের বলে টম ব্লান্ডেলের গ্লাভসে ধরা পড়েন তিনি।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ | সময়: ৬:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ