সর্বশেষ সংবাদ :

ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু

সানশাইন ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৯২৮ জন মারা গেলেন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৩৩ জন। তাদের মধ্যে ৮০১ জন ঢাকার। দুই হাজার ২৩২ জন অন্যান্য বিভাগের। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০ হাজার ১৪৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই তিন হাজার ৬২২ জন। বাকি ছয় হাজার ৫২৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ৯০ হাজার ৭৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন এক লাখ ৭৯ হাজার ৬৮৩ জন।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর