সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংগীত বিভাগের ২৪তম প্রতিষ্ঠা দিবস সোমবার উদযাপন করা হয়। এদিন সকাল সাড়ে ৯টায় সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে প্রদীপ প্রজ্জালন করে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, সংগীত বিভাগের সভাপতি শায়লা তাসমিন, অধ্যাপক সুব্রত মজুমদার, অধ্যাপক তানজিমা ইয়াসমিন, সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, রাবির সাবেক শিক্ষক বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. সুব্রত মজুমদারকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা ও বিশিষ্ট অতিথিদের উত্তরীয় উপহার দেওয়া হয়। পরে অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।