আদমদীঘিতে ডেঙ্গু আক্রান্ত হোমিও চিকিৎসকের মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একরামুল হক তালুকদার বাবলু (৬৮) নামের এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এই তথ্যটি নিশ্চিত করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ।
একরামুল হক তালুকদার বাবলু পেশায় একজন হোমিও চিকিৎসক ও উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম সরদার পাড়া গ্রামের মৃত আয়নাল হক তালুকদারের ছেলে।
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে একরামুল হক তালুকদার বাবলুর শরীরে হালকা জ্বর আসতে শুরু করে। কয়েকদিন নিজ বাড়িতে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। এরপর সেখানে ডেঙ্গু পরিক্ষা করে রিপোর্ট নেগেটিভ পান কর্তব্যরত চিকিৎসক।
দুইদিন চিকিৎসা নেওয়ার পর জ্বর না কমায় বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডেঙ্গু পরীক্ষা করে রিপোর্টে পজিটিভ আসে। এরপর চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ | সময়: ৬:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ