আগামী ২৫ দিনের মধ্যে এই সরকারের পতন হবে: মিনু

স্টাফ রিপোর্টার:
এই সরকারের দিন শেষ। আগাশী পঁচিশ দিনের মধ্যে এই সরকারের পতন হবে। কারণ এই সরকারের পায়ের তলার মাটি সড়ে যেতে শুরু করেছে। আর একটি ঢেউ দিলেই সরকার বালির চরের ন্যায় মহা সমুদ্রের গহিনে তলিয়ে যাবে বলে সোমবার (২৫শে সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর আয়োজনে বিএনপি দলীয় কার্যালয়ে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

তিনি বলেন, এদেশে সতের কোটি নব্বই লক্ষ লোক মহাবিপদে আছে। আর বাকী দশ লক্ষ সরকারের ইাপনজন হওয়ায় তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে ভাল আছে। তিনি বলেন, এই সরকার ঘরে ঘরে চাকরী ও দশ টাকা কেজি দ্বরে চাল খাওয়ানোর কথা বলেছিলো। কিন্তু কোনটাই পুরণ করতে পারেনি। কি নিত্যপন্যের মূল্য আকাশচুম্বি হওয়া থেমে নেই। এর ফলে মানুষ পরেছে মহাবিপদে। পুষ্টির অভাবে মানুষের স্বাস্থ্য হানী হচ্ছে। শিশুরা মেধাশূন্য হয়ে পড়ছে। কারন এই বিনা ভোটের সরকার জনগণের মৌলিক চাহিদাগুলো পুরনে সম্পূর্ন ব্যর্থ হয়েছে।

 

 

 

 

 

প্রধান অতিথি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন বলে এই স্বাধীন হয়েছিলো। আর তাঁর ডাকে দেশের সর্ব শ্রেণি পেশা ও সকল ধর্মের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। ফলে বাংলাদেশ নামে একটি ভূখন্ড হয়েছে। তেমনি এই ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারকে বিতারিত করতে ১৯৭১ সালের ন্যায় জাতিভেদ ভূলে এককাতারে এসে আন্দোলন এর মাধ্যমে এই বিনা ভোটের সরকারকে বিতারিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর শাখার সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি, সাবেক সভাপতি ও রাসিব সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ মামুন।

 

 

 

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বাবু রমেশ দত্ত, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগনের সাধারণ সম্পাদক অশোক কুমার শাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ অত্র কমিটির সকল সদস্যবৃন্দ। বক্তব্য শেষে প্রধান অতিথি সকল সদস্যদের হাতে ফুল দিয়ে বরণ করেন এবং সবার সাথে পরিচিত করে দেন।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩ | সময়: ৯:২৩ অপরাহ্ণ | Daily Sunshine