বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দ শনিবার রাতে রানীবাজারস্থ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন-কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন জেলা শ্রমিক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলার নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ মোঃ আব্দুল্লাহ খান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, সহ-সভাপতি আবু সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহার আলী, সাবেক সহ-সভাপতি খোকন শেখ, মিজানুর রহমান প্রমুখ।